প্রকাশিত: ২৪/০৭/২০১৮ ৩:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৯ এএম

নিউজ ডেস্ক::
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা থেকে ওলামা লীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে ২৬ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করে সোনারগাঁও থানা পুলিশ।

মোশারফ হোসেন রূপগঞ্জ থানার মুড়াপাড়া এলাকার মৃত আশরাফুলার ছেলে।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকা থেকে মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম জানান, মোশারফ হোসেনকে থানায় নেয়া হয়েছে। মামলার পর তাকে কোর্টে হাজির করা হবে।

পাঠকের মতামত

ওয়ার্ল্ড ভিশনের জরিপচাকরি বেশি করেন উখিয়ার মেয়েরা

কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণের হার অন্যান্য উপজেলাগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এমন চিত্র ...

প্রেমিক জুটি আটক, গরিবের মেয়ে বলে মেনে নিতে নারাজ ছেলে পক্ষ

টেকনাফের হ্নীলা উলুচামরী এলাকার স্থানীয় বাসিন্দারা প্রেমিক-প্রেমিকাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে প্রেমিকা গরিব ...

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগউখিয়ায় অনিয়ম নিয়ে কথা বলায় চাকরি হারালেন এনজিও কর্মী

উখিয়া-টেকনাফ ও রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত বিভিন্ন উন্নয়ন সংস্থায় স্থানীয় মাঠকর্মীদের দেদারসে ছাঁটাইয়ের মিশন চলছে সম্প্রতি ...