
সৌদি আরবে পবিত্র ওমরা হজ্জ পালনে গেছেন কক্সবাজার- ৩ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে ইয়ানবু শহর থেকে পবিত্র মদিনা ফেরার পথে এমপি কাজলসহ আরো ৪জনকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এই দু্র্ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান সাবেক এমপি কাজল।
তিনি ও তার সহযাত্রীরা অক্ষত আছেন জানিয়ে ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন,
আলহামদুলিল্লাহ। গতকাল ৬ অগাস্ট বিকাল আনুমানিক ৭টায় ইয়ানবু শহর থেকে পবিত্র মদিনা ফেরার পথে আমাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারালে মারাত্মক দুর্ঘটনায় পতিত হয়। সৌদি পুলিশের আন্তরিক সহায়তা এবং হাইওয়ে ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দেন। আমার নাতি সম্পর্কের আলমগীরের স্ত্রী, দুই শিশু সন্তান সহ আমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছি।আমাদের বহনকারী নিশান পেট্রোল ভি৮ শক্ত গাড়িটি ১৪০ কিলোমিটার বেগে চলাকালে মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেও মহান আল্লাহর কুদরতে আমরা সকলে প্রায় অক্ষত ছিলাম। পরে চৌফলদন্ডীর মরহুম আলী আহমদের ছেলে রিয়াদ, মিঠাছরির ফরিদ, এখনে প্রবাসী অনেকে দুর্ঘটনায় স্থল থেকে তাদের নিজস্ব গাড়িতে পবিত্র মদিনায় আমাদের আবাসস্থল নিয়ে আসে। মহান আল্লাহর কাছে শুকরিয়া।
তিনি কক্সবাজারবাসীর কাছে দোয়া চেয়েছেন
পাঠকের মতামত