নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০/১২/২০২৫ ৯:৩১ পিএম

দীর্ঘদিনের পরিশ্রমের ফলস্বরূপ শেষে বিডিএস (ডাক্তার) হলেন টেকনাফের হ্নীলার সন্তান শফিকুল ইসলাম। সম্প্রতি প্রকাশিত ঢাকা ইউনিভার্সিটি মেডিসিন অনুষদের সদ্য বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) ফাইনাল পরীক্ষার ফলাফলে তিনি সফলভাবে উত্তীর্ণ হয়ে চিকিৎসা পেশায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেন।
শফিকুল ইসলাম টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার হাজী নুর মোহাম্মদ সওদাগর ও গুল বাহার বেগমের সন্তান। তিনি হ্নীলা শাহ্ মজিদিয়া আলিম মাদ্রাসা থেকে জেডিসি, কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি থেকে এসএসসি, ঢাকার উত্তরা হাইস্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি ও ঢাকা ইউনিভার্সিটি মেডিসিন অনুষদ এর সদ্য বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) থেকে ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, আমি প্রথম পড়াশোনা করেছি কওমী মাদ্রাসা থেকে, সেই সময় একদিন হ্নীলা গুলফরাজ হাশেম ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে উনাদের ফ্রি মেডিকেল সেবা দেখে এবং মরহুম ডাঃ জামাল আহমেদ এর অনুপ্রেরণায় ডাক্তার হওয়ার প্রচন্ড ইচ্ছা জাগে এবং সেদিন আমি মনে মনে শপথ নিয়েছিলাম একদিন আমিও মানবসেবায় নিয়োজিত হব, সেদিন থেকে আমি নিজে নিজে প্রতিজ্ঞা করে ডাক্তার হওয়ার স্বপ্ন বাস্তবায়ন হলো।
প্রথম পড়াশোনা শুরু করি হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসায়, পরে শাহ মজিদিয়া মাদ্রাসায় চলে গিয়ে ক্লাস ফাইভে ভর্তি হয়ে নতুন করে সাধারণ বিভাগে পড়াশুনা শুরু করি, মজিদিয়া বিজ্ঞান বিভাগ ছিল না তাই পরে ৯ম শ্রেণী থেকে স্কুলে চলে গিয়েছিলাম, এর পর নিজে নিজে ঢাকায় যাওয়ার পর এইচএসসি শেষ করে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে সফলতার সহিত উত্তীর্ণ হয়।
আলহামদুলিল্লাহ আজ আমার স্বপ্ন পূরন হয়েছে, আমার শুরু থেকে শেষ পর্যন্ত এই দীর্ঘ জার্নি একা একা সমাপ্ত করলাম, অনেক দুশ্চিন্তা ও হতাশাও ছিল কারো কোন ধরনের সহযোগিতা পাইনি। তবে মহান আল্লাহ-রাসুলের উপর প্রচন্ড বিশ্বাস ছিল একদিন আমি আমার লক্ষে পৌছাবো। এটা শুধু আমার সাফল্য নয়; আমার বাবা-মা, শিক্ষক, বন্ধুবান্ধব-আমার এলাকার জনগণের দোয়ায় আমাকে এই পথে এনেছে।
তিনি আরাে বলেন, আমার এলাকা উখিয়া-টেকনাফে দন্ত চিকিৎসা অনেক পিছিয়ে আছে তাই আমার একমাত্র উদ্দেশ্য আমি আমার এলাকার জনগণের জন্য আধুনিক এবং উন্নত মানের দন্ত চিকিৎসা সহজলভ্য করে সেবা দিয়ে যেতে চাই।
প্রচলিত আছে দন্ত চিকিৎসা খুব ব্যয়বহুল, তাই খরচের কথা চিন্তা করে সাধারণ মানুষ প্রকৃত বিডিএস চিকিৎসকের কাছে যেতে অনিহা প্রকাশ করে, তাই মানুষ না বুঝে কম টাকায় চিকিৎসা পাবে চিন্তা করে চিকিৎসক নয় এমন ব্যক্তির কাছে গিয়ে ভুল চিকিৎসায় প্রতারিত হচ্ছে, আমি এই ব্যয়বহুলের ভূল ধারনা ভাঙ্গতে চাই, স্বল্প খরচে উন্নতমানের আধুনিক চিকিৎসা সমাজের সর্বস্তরের খেটে খাওয়া সাধারণ জনগনের কাছে পৌঁছে দিতে চাই, আমি মনে করি আমার উপর জন্মস্থানের মানুষের হক আছে, সুতরাং আমার অর্জিত জ্ঞান এবং দক্ষতা দিয়ে আমার জন্মস্থানের মানুষের মূখগহ্বর, চোয়াল ও দন্ত চিকিৎসায় প্রকৃত সেবা দিতে সেবা পারলে আমি কিছুটা দায়ী মুক্তি থাকবো, মহান আল্লাহ পাক আমার সৎ উদ্দেশ্য পুরন করুন আমীন। প্রিয় এলাকাবাসী আপনাদের কাছে আমি দোয়া প্রার্থনা করছি।

পাঠকের মতামত

চাকসুতেও ছাত্রশিবিরের জয়জয়কার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের পর ...