প্রকাশিত: ১৮/০৮/২০১৬ ৯:৩৬ পিএম

mail.google.comএম.এ আজিজ রাসেল
শহরের বাসটার্মিনালের এলাকার অতিথি হোটেলের সামনে থেকে ৩ হাজার ৮৬০ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। গতকাল বেলা ৩ টায় এএসপি মোঃ শরাফত ইসলাম এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, ইয়াবা লেনদেনের গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দক্ষিণ রুমালিয়ারছড়ার মোহাম্মদুর রহমানের পুত্র মোঃ জসিম উদ্দিন (২৫) কে আটক করা হয়। পরে তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ৩ হাজার ৮৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লক্ষ ৪৪ হাজার টাকা। তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। সে পেশাদার মাদক চক্রের সক্রিয় সদস্য। তাকে জব্দকৃত আলামতসহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...