ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ৭:৫৬ এএম

চারদিকে হইচই আর সাজ সাজ রব। দীর্ঘ দিনের প্রেম চুকিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে রনি ও প্রেমা (ছদ্মনাম)। কিন্তু বিয়ের আগের রাতেই সব উৎসব-আয়োজন রূপ নেয় বিষাদে। গায়েহলুদের অনুষ্ঠান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রনি বিজি। তারপর হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চাঁদপুরের হাজীগঞ্জের দ্বাদশপাড়া গ্রামে ঘটেছে এমন হৃদয় বিদারক ঘটনা। অথচ শুক্রবার দুপুরে তাদের বসার কথা ছিল বিয়ের পিঁড়িতে।

এ ঘটনার পর দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের রনি মিজি বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে ছুটে আসে এলাকাবাসী ও স্বজনরা। রনি মিজি ওই বাড়ির বিল্লাল মিজির ছেলে।

শুক্রবার জুমার নামাজ শেষে জানাজা ও দাফন সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রনি গত বছর হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে। পড়ালেখার সময় পাশ্ববর্তী শাহরাস্তি উপজেলার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতিতে শুক্রবার বিয়ের দিন ঠিক হয় এবং সব প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু গাঁয়ে হলুদের উৎসব চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রনি। পরিবারের লোকজন তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

এদিকে বরের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েন কনে ও তার প্রবাসী বাবা। কনে কুমিল্লার একটি হাসপাতালে এবং বাবা বিদেশে চিকিৎসাধীন রয়েছে বলে রনির পারিবারিক সূত্রে জানা গেছে।

দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া বলেন, রনি মিজির দাফনে উপস্থিত ছিলাম। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিয়ের আগের দিন এমন ঘটনা ঘটে গেলে। বিষয়টি হৃদয় বিদারক।

পাঠকের মতামত

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ...

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নির্বাচন :সভাপতি জসিম, সম্পাদক তানভীর

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৬ ...