ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ৭:৪৯ এএম

কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে ‘সরকারবিরোধী’ মিছিল করার অভিযোগে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীসহ চারজন গ্রেপ্তার হয়েছেন।

বন্দর নগরীতে শনিবার সকালে তারা মিছিল করেন বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন, মাইক্রোবাস চালক আবু মুসা (৩০) ও তার সহকারী শাকিব আলম (২০) এবং ছাত্রলীগ কর্মী রায়হান উদ্দিন (৪৫) ও মো. আরিফ (২৮)।

পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিছিলে অংশ নেওয়ারা একটি মাইক্রোবাস ভাড়া করে কক্সবাজারের চকরিয়া থেকে চট্টগ্রামে এসেছিলেন। (শনিবার) সকালে হামজারবাগ হযরত কামাল শাহ বোগদাদী মাজারের সামনে ঝটিকা মিছিল করার সময় পুলিশ তাদের ধাওয়া করে।

“পালানোর সময় মাইক্রোবাসের চালক ও সহকারীকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে পাঁচলাইশ এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।”

মাইক্রোবাস চালককে জিজ্ঞাসাবাদের তথ্যে ওসি বলেন, “পুলিশকে তিনি বলেছেন, ‘মিছিল করার জন্য’ চকরিয়া থেকে চট্টগ্রামে আসার জন্য তার মাইক্রোবাসটি ভাড়া করা হয়েছিল। সেটিতে করে সাত-আটজন আসেন। আর কয়েকজন ঘটনাস্থলে যোগ দেন।”

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচলাইশ থানায় মামলা হয়েছে।

সূত্র: বিডিনিউজ

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...