প্রকাশিত: ১০/০৭/২০২১ ৮:১৫ এএম

আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল ম্যাচ মানে বাংলাদেশে তুমুল উত্তেজনা। চলমান কোপা আমেরিকা নিয়ে ঢাকা পোস্ট বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎকার নিয়েছে। আর্জেন্টিনার দূতাবাস বাংলাদেশে নেই।

ভারতের নয়াদিল্লিস্থ আর্জেন্টাইন দূতাবাসের সঙ্গে ঢাকা পোস্ট যোগাযোগ করেছে চলমান কোপায় বাংলাদেশের উত্তেজনা সম্পর্কে। নয়াদিল্লিস্থ আর্জেন্টাইন দূতাবাস ঢাকা পোস্টের চাহিদার প্রেক্ষিতে একটি প্রেস নোট দিয়েছে চলমান কোপা ও বাংলাদেশের উন্মাদনা নিয়ে।

আর্জেন্টাইন দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা সম্পর্কে তারা যথেষ্টভাবে জ্ঞাত। ফাইনালে তারা বাংলাদেশের আকুণ্ঠ সমর্থন চেয়েছেন।

ADVERTISEMENT

দিল্লিস্থ আর্জেন্টাইন দূতাবাস লিখেছে, ‘আমরা জানি বাংলাদেশে অসংখ্য আর্জেন্টাইন সমর্থক মেসি ও নেইমারের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছে। আর্জেন্টাইন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের শুভেচ্ছা। অনুগ্রহ করে, উপভোগ করবেন সুন্দর খেলা।’

বাংলাদেশের সমর্থকদের শুভেচ্ছা পাশাপাশি নিজ দলের প্রতিও শুভেচ্ছা জানিয়ে লিখেছে, ‘বাংলাদেশের নাগরিকবৃন্দকে আনন্দের সাথে জানাচ্ছি যে, আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে উঠেছে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ম্যাচটি সুপার ক্ল্যাসিকো আখ্যা দিয়ে দূতাবাস লিখেছে, আমরা ফুটবল ভালোবাসি এর উত্তেজনা ও সৌন্দর্য্যের চূড়ান্ত বিকাশে। সারা বিশ্ববাসী এখন সুপার ক্ল্যাসিকোর ফাইনাল ম্যাচ মাঠে দেখবে।’

বাংলাদেশের আর্জেন্টিনা-ব্রাজিলের দ্বৈরথ নিয়ে জেলা পর্যায়ে মারামারি-হাতাহাতির নিউজ আর্জেন্টাইন গণমাধ্যমে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...