প্রকাশিত: ০৮/০৯/২০১৭ ৩:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৩ পিএম

শফিক আজাদ,সীমান্ত থেকে::
মিয়ানমারের সেনা ও নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা নারীর সন্তান প্রসব হয় নাফনদীতে নৌকার উপরে। ৭দিন আগে জন্ম নেওয়া নবজাতক শিশু সহ তাঁর পিতা-মাতা আশ্রয় নিয়েছে কু্তুপালং রাস্তার পার্শ্বে এক ঝুপড়িতে। তবে গত ৫দিন ধরে না খেয়ে আছে তারা। বৃহস্পতিবার সকাল ১১টায় উখিয়ার কুতুপালং ঝুপড়িতে কথা হয় ওই নবজাতক পিতা আহমদ উল্লাহর সাথে। সে বলেন কোরবানের ঈদের দিন রাত ১২টার দিকে নাফনদীতে নৌকার উপর তাঁর স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হলে ছটফট করতে থাকে। তখন নৌকায় শুধুমাত্র ১জন নারী ছিল, বাকীরা সবাই পুরুষ।
তখন চোঁখে মুখে কিছু না দেখে আমি নিজেই সহযোগিতা করি আমার স্ত্রীকে।
স্ত্রী খালেদা বেগম (১৮) বলেন এটি আমার প্রথম সন্তান। তাও আবার ছেলে। এখনো নাম রাখিনি। যেহেতু কোরবানের দিন জন্ম হয়েছে তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি কোরবান আলী নাম রাখব। হাসি মুখে আরো বলেন, সন্তানের চেহেরা দেখে সে মিয়ানমারের সেই করুণ স্মৃতি ভুলে গেছে। গত ৫দিন তারা স্বামী স্ত্রী পানি ছাড়া কিছুই খাইনি বলে জানান সে।

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...