ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/১১/২০২৪ ৮:৩৩ এএম

পাহাড়ি জনপদ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অবৈধ কোন অবৈধ ইটভাটা হবে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী ইউএনও মো: মাজহারুল ইসলাম।
তিনি বুধবার ( ১৩ নভেম্বর) ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, যেহেতু পাহাড়ে ইটভাটা করার কোন অনুমোদন নেই, সেহেতু নাইক্ষ্যংছড়িতে পাহাড় কেটে, কাঠ পুড়িয়ে ইটভাটা তৈরী সম্ভব না। এ বিষয়ে তার দপ্তর জিরো টলারেন্সে থাকবে। এছাড়া দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কোন অন্যায় সহ্য করা হবে না। তিনি সরকারী কর্মকর্তা-বেসরকারী প্রতিষ্ঠানের দায়িত্বশীলসহ সর্বসকলকে নিজেদেরকে দায়িত্বশীলতার সাথে দায়িত্বপালনের আহবান জানান।
এর আগে আরো ২ টি সভা এ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভা গুলো হলো ভোক্তা অধিকার বিষয়ক সভা ও উপজেলার মাসিক সভা।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) ইসরাত জাহান ইতু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাশরুরুল হক, হাসপাতালের ইনচার্জ ( টিএইচও) ডা: এনজেট সেলিম,
এনএসআই এর এডি হোহাম্সদ হোসাইন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদসহ সাংবাদিক, বিজিবি প্রতিনিধি, উপজেলার সকল দপ্তরের প্রতিনিধি,গোয়েন্দা সংস্কার সদস্য, শিক্ষক ও কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার চরমান উন্নয়ন বিষয়ের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করে সন্তুষ প্রকাশ করা হয়।
এছাড়া চোরাচালান,থানার মামলা ও অন্যান্য সার্বিক বিষয়ে আলোচনা হয়।

পাঠকের মতামত

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

সরকারের সমালোচনার পাশাপাশি নিজেকেও পরিবর্তন করতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...