

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের সম্মেলন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে অভিজাত হোটেল সী-গালের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) কক্সবাজারের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তারা বলেন, কক্সবাজার জেলায় আশঙ্কাজনক হারে বাল্যবিবাহ বাড়ছে, যা শুধু শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশকেই ক্ষতিগ্রস্ত করছে না; বরং দক্ষ ও মেধাভিত্তিক জনগোষ্ঠী তৈরির পথে অন্যতম বড় বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। অনেক অভিভাবক কন্যা শিশুকে বিয়ে দিয়ে দায় এড়াতে চান। অথচ অল্প বয়সী মেয়েরা সংসারের চাপে ভেঙে পড়ে, বিবাহ বিচ্ছেদের পর বাবার ঘরে ফিরে এসে আজীবনের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। বক্তারা জোর দিয়ে বলেন, একটি সুস্থ সমাজ গঠনে দায়িত্ববান ও পরিপূর্ণ মা তৈরি করাই প্রধান করণীয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপ-পরিচালক কৃষিবিদ আবু তালহা। প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন, “বাল্যবিবাহ প্রতিরোধ করা আমাদের নৈতিক, সামাজিক ও প্রশাসনিক দায়িত্ব। এ বিষয়ে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানুষ তাদের কথাই বেশি গুরুত্ব দিয়ে শোনে।”
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট। তিনি বলেন, “যে কোনো জাতীয় দুর্যোগে ধর্মীয় নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই শিশুদের নিরাপদ রাখতে, তাদের অধিকার রক্ষায় এবং বাল্যবিবাহ রোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামীর প্রজন্ম নিরাপদ থাকলেই বাংলাদেশ এগিয়ে যাবে। ওয়ার্ল্ড ভিশন সামাজিক দায়বদ্ধতা থেকে এ ইস্যুতে কাজ করে যাবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসেন সজীব, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর অপারেশন্স চন্দন জেড গমেজ এবং অপারেশন ডিরেক্টর লিমা হান্না ডারি। তারা বলেন, প্রশাসনিক উদ্যোগ, ধর্মীয় নির্দেশনা ও সামাজিক সচেতনতার সমন্বয় ঘটলেই বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব।
এছাড়া বক্তব্য রাখেন,জাতীয় ইমাম সমিতি কক্সবাজারের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, কক্সবাজার নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি কাজি শাহাদাত হোসেন, হিন্দু ধর্মীয় প্রতিনিধি শ্রী বিশ্বনাথ বন্দোপাধ্যায়, বৌদ্ধ ধর্মীয় প্রতিনিধি অধ্যক্ষ আর্জ জ্যোতি অগ্র, খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধি পাস্টর সুশান্ত নাথ, কক্সবাজার প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, এনজিও সেড-এর ডেপুটি ডিরেক্টর আব্দুল মান্নান উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সদস্য সচিব ফারুক আহমেদ এবং যুব ফোরাম প্রতিনিধি ইকরামুল হাসান জিহাদ।
বক্তারা সর্বসম্মতভাবে বলেন, সমাজ পরিবর্তনের জন্য প্রয়োজন একসঙ্গে কাজ করা। পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র—সবার সচেতনতা ছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব নয়। ধর্মীয় নেতৃবৃন্দ একযোগে শপথ করেন, তারা নিজ নিজ ধর্মীয় উপদেশ ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে এ বিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন করবেন।
দিনব্যাপী সম্মেলনের স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ সরওয়ার আকবর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইফা কক্সবাজারের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মোঃ সাইফুদ্দিন খালেদ।
সম্মেলনে তিন শতাধিক ধর্মীয় নেতা, নিকাহ রেজিস্ট্রার, আইনজীবী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং শিশু ও যুব ফোরামের সদস্যরা অংশ নেন। সার্বিকভাবে এ আয়োজন কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধ আন্দোলনকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত