ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ৬:৫০ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে জাকির (২৫) নামে এক পথচারী নিহত হন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করেনি স্থানীয়রা।

বিক্ষোভকারীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কটি দিয়ে প্রচুর যানবাহন চলাচল করে। কিন্তু সরু হওয়ায় এটিতে একের পর এক দুর্ঘটনা আর প্রাণহানির খবরেও কর্তৃপক্ষ উদাসীন। সড়কটি প্রসস্ত করতে দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় তারা অতীতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন। এবার বাধ্য হয়ে তারা অবরোধ কর্মসূচি পালন করছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঢাকা পোস্টকে বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করছে। তারা মহাসড়ক অবরোধ করেছে। আমাদের টিম ঘটনাস্থলে রয়েছে। আমরা কাজ করছি।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...