ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ৮:৩৩ পিএম

কক্সবাজারের রামু-মরিচ্যা আরকান সড়কে নোয়া ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হওয়ার তথ্য দিয়েছেন রামু থানার ওসি আরিফ হোসাইন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে রামুর দারিয়ারদিঘী রাস্তা মাথা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ওসি আরিফ হোসাইন বলেন, “দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। নোয়া গাড়ির চালককে আটক করা হয়েছে। দুটি গাড়িই জব্দ করা হয়েছে।”

নিহত কিশোরের নাম আবু বকর ওরফে বড় মনিয়া (১৮)। তিনি টোয়াইঙ্গাকাটা গুইট্টাবনিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রামুমুখী পূবালী ব্যাংকের একটি নোয়া গাড়ি এবং মরিচ্যাগামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন মনিয়া।

আহতদের মধ্যে আছেন একই এলাকার হাবিব উল্লাহ, কামাল হোসেনের ছেলে এবং বাবু, নবী হোসেনের ছেলে। গুরুতর আহত হাবিব উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাবু মরিচ্যা আল বারাকা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...

বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গা সুন্দরী তৈয়বার মালয়েশিয়ায় ‘বিয়ে বাণিজ্য’

১৯৯৭ সালে মিয়ানমারের মংডু থেকে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আশ্রয় ...