প্রকাশিত: ০৩/০৫/২০২০ ৩:৪৭ এএম
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে এক কোটি পঞ্চান্ন লাখ আট হাজার পাঁচশ টাকা মূল্যের ৫১ হাজার ছয়শ ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। শনিবার (২ মে) টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ দমদমিয়া বিওপি’র একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

টেকনাফ ব্যাটেলিয়ান (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফ উপজেলাধীন দমদমিয়া বিওপি’র হাফিজের জোড়া নামক স্থানে নাফ নদীর তীরে ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে জমা করে লুকিয়ে রাখা হয়েছে। পরে একটি বিশেষ টহলদল দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।
মোহাম্মদ ফয়সল হাসান খান আরো জানান, তল্লাশির একপর্যায়ে হাফিজের জোড়া এলাকার নাফ নদীর তীরে জঙ্গলাকীর্ণ স্থানসমূহের পৃথক দুইটি স্থানে পলিথিনে মোড়ানো অবস্থায় দুইটি ব্যাগ শনাক্ত করা হয়। ওই ব্যাগ দুটি খুলে ৫১ হাজার ছয়শ ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার মূল্য এক কোটি পঞ্চান্ন লাখ আট হাজার পাঁচশ টাকা।

পাঠকের মতামত

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নিন্দা ও প্রতিবাদ

গাজীপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ...

উখিয়া বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সিকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি উখিয়া উপজেলা শাখার সাবেক যুব বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সিকদার এর আবেদন ...

নাইক্ষ্যংছড়িতে নতুন সদস্য ও নবায়ন কর্মসূচীতে জাবেদ রেজাবিএনপি পরিচয়ে চাঁদাবাজ ও টেন্ডারবাজির স্থান নাই

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, নতুন সদস্য সংগ্রহ ও পুরাতনদের ...