উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১০/০৮/২০২৫ ৮:৪৯ এএম , আপডেট: ১০/০৮/২০২৫ ৮:৫১ এএম

তোফায়েল আহমদ, কক্সবাজার
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনেই মাঠ সরগরম করে তুলেছেন মনোনয়নপ্রত্যাশী এবং এরই মধ্যে ঘোষিত প্রার্থীরা। বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের অনুসারী নেতাকর্মীরা অনুষ্ঠানে, প্রচারণায়, বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছেন নিজ নিজ নির্বাচনী এলাকায়। চকরিয়া-পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে প্রার্থী হিসেবে চাইছেন দলের বেশির ভাগ নেতাকর্মী। এ ছাড়া কুতুবদিয়া ও মহেশখালী উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-২ আসনেও তাঁকে প্রার্থী চান দলীয় নেতাকর্মীরা।

জেলার বাকি দুটি আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। জেলার সব আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। এ ছাড়া এবি পার্টি থেকেও সব আসনে রয়েছেন মনোনয়নপ্রত্যাশী। বিভিন্ন আসনে এর বাইরেও একাধিক দলের পক্ষ থেকে কেউ কেউ প্রার্থী হওয়ার দৌড়ে আছেন।

সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় সরগরমজুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জেলার সব আসনে বিএনপি ও জামায়াত আলাদা সমাবেশ করেছে। স্থানীয়রা বলছে, এগুলো ছিল মুলত নির্বাচনী শোডাউন। কোন দলের সমাবেশে বেশি লোক জড়ো করা হয়েছে, তার প্রতিযোগিতা দেখানোর চেষ্টা ছিল দল দুটির নেতাকর্মীদের মধ্যে।

কক্সবাজার-১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং এই আসনের সাবেক এমপি সালাহউদ্দিন আহমদকে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে ধরে নিয়েই স্থানীয় দলীয় নেতাকর্মীরা তৎপরতা চালাচ্ছেন।

আগামী নির্বাচনে এই আসনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা আবদুল্লাহ ফারুক জামায়াতের প্রার্থী হিসেবে তৎপর আছেন। এই আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচন করতে আগে থেকেই তৎপরতা শুরু করেছেন আবদুল কাদের প্রাইম। প্রচার কাজে সুবিধার জন্য চকরিয়া উপজেলা সদরে অফিসও ভাড়া নিয়েছেন তিনি।
কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তিনজন। তাঁরা হলেন সাবেক বিএনপিদলীয় এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (আলমগীর ফরিদ), মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি ও মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক ও কক্সবাজার জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী।

আবু বকর ছিদ্দিক ও এ টি এম নুরুল বশর চৌধুরী কালের কণ্ঠকে জানান, তাঁরা আলমগীর ফরিদকে সামনের নির্বাচনে প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না। এই আসনে তাঁরা দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে দলীয় প্রার্থী ঘোষণার জন্য দলের হাইকমান্ডের কাছে দাবি জানিয়েছেন। বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি আলমগীর ফরিদ বলেছেন, ‘আমি দলের জন্য কাজ করছি। দলের সিদ্ধান্তই চূড়ান্ত।’ জানা গেছে, এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের কেন্দ্রীয় নেতা এবং এ আসনের সাবেক এমপি এ এইচ হামিদুর রহমান আজাদ। এই আসনে এবি পার্টির মনোনয়ন প্রত্যাশা করছেন অ্যাডভোকেট এনামুল হক সিকদার।
কক্সবাজার সদর, রামু ও ঈদগাহ উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দলের কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুত্ফুর রহমান কাজল এবং এই আসনের সাবেক দলীয় এমপি ইঞ্জিনিয়ার মুহাম্মদ সহিদুজ্জামান। এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী হচ্ছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা শহিদুল ইসলাম বাহাদুর। এবি পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার ও জাহাঙ্গীর কাশেম দল থেকে এখানে মনোনয়ন চাইছেন।

উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে বিএনপি থেকে মনোননয়নপ্রত্যাশী দুজন নেতা। তাঁদের একজন চারবারের নির্বাচিত এমপি, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। অন্যজন হলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক, ব্যবসায়ী মোহাম্মদ আবদুল্লাহ। এই দুজন মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন। গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির সমাবেশও এখানে হয়েছে আলাদাভাবে। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের আমির মওলানা নূর আহমদ আনোয়ারী। এবি পার্টির মনোনয়নপ্রত্যাশী সাবেক ইসলামী ছাত্রশিবিরের নেতা সাংবাদিক শামশুল হক শারেক তৎপর আছেন। সুত্র, কালেরকন্ঠ

পাঠকের মতামত

উখিয়া নিউজ  পরিবারের শোক এনজিও ব্যক্তিত্ব ও SHED-এর নির্বাহী পরিচালক মোঃ উমরার ইন্তেকাল

এনজিও ব্যক্তিত্ব ও সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (SHED) এর নির্বাহী পরিচালক মোঃ উমরা ...

উখিয়া ও টেকনাফ উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে উখিয়া-টেকনাফ অঞ্চলের রুকন সম্মেলন-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার ...