প্রকাশিত: ১৫/০৮/২০২১ ১০:২২ এএম

কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কে কার্ভাড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাতে মোটরসাইকেল যোগে মৃত আবুল কাশেমের ছেলে নুরুল কবির (৩৬) এবং মোটরসাইকেল চালক মৃত মোহাম্মদ হোছনের ছেলে আব্বাস উদ্দিন (৪২) বাড়ি ফেরার পথে লেদা ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছলে কার্ভাড ভ্যান ধাক্কা দিলে তারা সড়কে পড়ে যায়।

এ সময় লোকজন মোটরসাইকেল আরোহী দুইজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্বাস উদ্দিনকে মৃত ঘোষণা করে।

গুরুতর আহত নুরুল কবিরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল হুদা জানান, কার্ভাড ভ্যানের ধাক্কায় এই দুঘর্টনা ঘটেছে। এতে ৪ সন্তানের পিতা আব্বাস উদ্দিন মারা গেছেন এবং নুরুল কবিরকে অজ্ঞান অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

পাঠকের মতামত

বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গা সুন্দরী তৈয়বার মালয়েশিয়ায় ‘বিয়ে বাণিজ্য’

১৯৯৭ সালে মিয়ানমারের মংডু থেকে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আশ্রয় ...