
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটায় ট্রাকচাপায় মোহাম্মদ আরফ (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে শফিউল্লাহ কাটার এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ আরফ স্থানীয় বাসিন্দা বেলালের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনার জন্য বেপরোয়া যান চলাচলকে দায়ী করে সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।


পাঠকের মতামত