প্রকাশিত: ১৬/০৮/২০১৬ ৮:২৯ এএম

জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফ থানা পুলিশ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় অভিযান চালিয়ে ২হাজার পিচ ইয়াবা সহ ১ব্যাক্তিকে আটক করেছে। এঘটনায় ধৃত ব্যাক্তিকে প্রধান ও অপর আরো ২জনকেও পলাতক আসামী করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুত্র জানায়, ১৫আগষ্ট ভোর রাত ২টা ৪৫মিনিটের দিকে এ.এস.আই কাজ্বী আব্দুল মালেকের নেতৃত্বে একদল পুলিশ রাজারছড়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় মৃত হাসান আলী ছেলে জাফর আলম(২৮) কে হাতে নাতে আটক করে। এসময় ২ব্যাক্তি পালিয়ে যেতে সক্ষম হলেও আটক জাফরের স্বীকারোক্তি মতে একই এলাকার আলতাজুর রহমানের ছেলে আব্দুল গফুর(৪৫) ও মাহবুব আলম(২৬) কে পলাতক আসামী করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা সহ আটক ব্যাক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি অপর আসামীদেরও আটকের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ড্রাইভার রঞ্জনের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি

কক্সবাজার দক্ষিণ বন বিভাগ সরকারি গাড়িচালক রঞ্জন কুমার মজুমদারের বিরুদ্ধে তিন সদস্যের একটি তদন্ত কমিটি ...

রোহিঙ্গাদের জন্য ১১.২ মিলিয়ন ডলারের এলপিজি সহায়তা দেবে যুক্তরাজ্য-কাতার

রোহিঙ্গা শরণার্থীদের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে ১১.২ মিলিয়ন ডলার তহবিলের যৌথ ঘোষণা দিয়েছে ...