প্রকাশিত: ২৬/১১/২০১৭ ৪:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৩১ এএম

কিশোরগঞ্জের ভৈরবে ৬৮ কেজি গাঁজা ও ২৪ বোতল ফেনসিডিলসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কামনাশীষ সরকারকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) রাত ৭টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল অফিস থেকে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, ভৈরব সার্কেল অফিস পরিদর্শন করতে গিয়ে মালামালের জব্দ তালিকা পরীক্ষা করা হয়। এ সময় জব্দ তালিকার বাহিরে ৬৮ কেজি গাঁজা ও ২৪ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মামলা দায়ের করে ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

পাঠকের মতামত

নিম্নচাপের প্রভাব: কক্সবাজার সৈকতে ভাঙন, লোকালয়ে জোয়ারের পানি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও সেন্টমার্টিন দ্বীপের কিছু এলাকা ...

সেন্টমার্টিনে খাদ্য সংকট, লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি

তিনদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সবধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিন দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র ...