প্রকাশিত: ১৭/০৭/২০১৬ ৬:৪৭ এএম , আপডেট: ১৭/০৭/২০১৬ ৬:৫৯ এএম

রামু প্রতিনিধি::

রামুর খুনিয়াপালং এলাকার শফি আলম (১৯) নামে এক মুদির দোকানদারকে হত্যা করেছে অজ্ঞাত র্দূবৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়াপালং ঝুগড়ি পাড়ার নিজ দোকানের পেছনে বাঁশ ঝাড় থেকে তার লাশ উদ্ধার করে রামু থানার পুলিশ।

নিহত শফি আলম (১৯) খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়াপালং ঝুগড়ি পাড়ার রমিজ আহমদের ছেলে। আটক মো. রফিক (১৯) একই এলাকার রাহামত উল্লার ছেলে।

নিহতের বড়ভাই মনছুর আলম জানান, “শুক্রবার রাতে শফি আলম তার বন্ধু মো. রফিক সহ দোকানে ছিল। সকাল ৮ টার দিকে রফিক আমার মোবাইলে ফোন করে বলেন- শফি আলম দোকানের বাইরে তালা দেয়ায় সে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাহির হতে পারছেননা। শফি আলমের মোবাইলও বন্ধ পাওয়া যায়। এতে বাড়ী থেকে চাবি নিয়ে আমি দোকানে এসে তালা খুলি। সকাল ১০ টার দিকে দোকানের পেছনে পার্শবর্তি বাঁশ ঝাড়ে লাশ পাওয়া যায়। তার মুখ, কানে সহ শরিরে ছুরিকাঘাত ও জখমের চিহ্ন রয়েছে।”

রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানিয়েছেন, লাশের শরীরে ছুরিকাঘাত ও জখমের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কে বা কারা এ হত্যাকান্ড করেছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করেছে পুলিশ।

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...