প্রকাশিত: ১৮/০৫/২০২০ ৭:৩৩ এএম

এম.জিয়াবুল হক :
কক্সবাজারের চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.তানভীর হোসেন করোনা যুদ্ধে সফল হয়েছে। সংক্রমন ধরা পর তিনি গেল ১৪ দিন ধরে চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। সর্বশেষ গত ১৩মে তার ফলোআপ স্যাম্পল টেস্টের রিপোর্ট করোনা ‘নেগেটিভ’ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভীর হোসেন।
তানভীর হোসেন বলেন, তাঁর শরীরের ফাইন্যাল ফলোআপ টেস্টের স্যাম্পল ১৭মে রোববার সকালে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দিয়ে ফেলেছেন। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে জানিয়েছেন, করোনার ফলোআপ টেস্ট ‘নেগেটিভ’ হওয়ার পর হাসপাতালে থাকাটা তাঁর জন্য পুরোপুরি নিরাপদ নয়। হাসপাতালের অন্যান্য করোনা রোগী থেকে আবার সংক্রামিত হওয়ার আশংকা রয়েছে। তাই জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রিলিজ হতে পরামর্শ দেওয়ায় তিনি রোববার বিকেলে হাসপাতাল থেকে রিলিজ হয়েছেন।

তিনি বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে রিলিজ হয়ে তিনি তাঁর ‘সেকেন্ড হোম’ চকরিয়া চলে আসবেন। চকরিয়ায় এসে তিনি চিকিৎসকদের তত্বাবধানে নিজ কোয়ার্টারে আইসোলেশনে থাকবেন বলে জানান তানভীর হোসেন।
প্রসঙ্গত: চকরিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভীর হোসেন গত ২৯এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন। আক্রান্তের পর তিনি চকরিয়ায় নিজ কোয়ার্টারে ২দিন হোম আইসোলেশনে থাকার পর তার শরীরের অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হয়।
সেখানে তাঁকে দুইদিন আইসিইউ-তে রেখে চিকিৎসা সেবা দেওয়ার পর তৃতীয়দিন তাঁকে নরমাল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁর শরীরের প্রথম ফলোআপ টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ আসে। পূণরায় একসপ্তাহ পর দ্বিতীয়বার ফলোআপ টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভীর হোসেন তাঁর পুরোপুরি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

পাঠকের মতামত

সাংবাদিক জসিম আজাদের বসতভিটা দখলের ঘটনায় বাবু সহ ৩ জন কারাগারে

কক্সবাজারের উখিয়ায় সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগে স্থানীয়ভাবে পরিচিত মাহফুজ উদ্দিন বাবু ও তাঁর দুই সহযোগীকে ...

বাঁচানো গেল না শিশু আয়মানকেও

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন শিশু আয়মান ...

চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলায় পর্যটন উন্নয়নে প্রমোশনাল পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

আয়োজক কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খলা মধ্য দিয়ে কক্সবাজারের নির্বাচিত আটটি ট্যুরিজম ডেস্টিনেশনের প্রোমোশন পরিকল্পনার ...