
রোগী সেজে হাতে ক্যানুলা লাগিয়ে ইয়াবা পাচারের সময় তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের কাছ থেকে ১ লাখ ১৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের রামু উপজেলার মরিচ্যা যৌথ তল্লাশিচৌকি এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তাঁদের আটক করা হয়।
আটক তিন নারী হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম রঙ্গীখালী এলাকার সাকের আহমদের স্ত্রী সাবেকুন নাহার (৪০), খায়রুল বাশারের স্ত্রী আমিনা আক্তার (৩০) ও এবাদুল্লাহর স্ত্রী সুমাইয়া আক্তার (২১)।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু-৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।
বিজিবি জানায়, রামু ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল মরিচ্যা তল্লাশিচৌকিতে দায়িত্ব পালন করছিল। এ সময় গোয়ালিয়া এলাকা থেকে আসা একটি সন্দেহজনক সিএনজিচালিত অটোরিকশা থামানো হয়। তখন দেখা যায়, যাত্রীদের একজন সুমাইয়া আক্তারের হাতের শিরায় ক্যানুলা লাগানো।
তিনজনই নিজেদের রোগী ও স্বজন হিসেবে পরিচয় দেন। তবে কথাবার্তায় সন্দেহ হলে তাঁদের দেহ তল্লাশি করা হয়। পরে তাঁদের পরিহিত বোরকার ভেতরে বিশেষ কায়দায় শরীরে লুকিয়ে রাখা অবস্থায় মোট ১ লাখ ১৪ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৪২ লাখ টাকা।
বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মাহতাব উদ্দিন বলেন, আটক তিন নারীকে রামু থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
পাঠকের মতামত