প্রকাশিত: ১৮/০৫/২০২০ ৯:৪৪ পিএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮ জন নমুনা পরীক্ষায় নতুন করে ২২ জনের পজিটিভ এসেছে। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছে ১৮ জন। অপর চারজন আক্রান্ত রোগীদের ফলোআপ রিপোর্ট।

এদিকে কক্সবাজারে নতুন করে একজন রোহিঙ্গাসহ ১৩ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। এতে জেলায় ৬ রোহিঙ্গাসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০২ জন। অপর পাঁচজন পজিটিভ হওয়া রোগী চট্টগ্রামের লোহাগড়ার বাসিন্দা।

সোমবার (১৮ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

তিনি জানান, রোববার কক্সবাজারের ৮ উপজেলা, ৩৪ রোহিঙ্গা ক্যাম্প, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং চট্টগ্রামের লোহাগড়া থেকে মোট ১৮৮ জন সন্দেহভাজন রোগীর করোনা নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষা করার পর ২২ জনকে পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চারজন পুরাতন রোগীর ফলোআপ রিপোর্ট। অপর ১৮ জনের মধ্যে একজন রোহিঙ্গা সহ কক্সবাজার জেলার ১৫ জন রয়েছে। এর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৮ জন, মহেশখালী উপজেলার ১ জন, উখিয়া উপজেলায় দুইজন এবং টেকনাফ উপজেলার একজন রয়েছে। অপর পাঁচজন চট্টগ্রামের লোহাগড়ার।

গত ৪৭ দিনে মোট ৪০৯৯ জন সন্দেহভাজন রোগীর করোনাভাইরাসের টেস্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে। তারমধ্যে ২২৯ জনের রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া গেল। এর মধ্যে মহেশখালীতে ১৩ জন, টেকনাফে ৮ জন, উখিয়ায় ২৭ জন, রামু ৩ জন, চকরিয়ায় ৬১ জন, কক্সবাজার সদরে ৬০ জন, কুতুবদিয়ায় একজন এবং পেকুয়ায় ২৩ জন রয়েছে। এর সঙ্গে যোগ হল ছয়জন রোহিঙ্গা।

অন্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের লোহাগড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

পাঠকের মতামত

সাংবাদিক জসিম আজাদের বসতভিটা দখলের ঘটনায় বাবু সহ ৩ জন কারাগারে

কক্সবাজারের উখিয়ায় সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগে স্থানীয়ভাবে পরিচিত মাহফুজ উদ্দিন বাবু ও তাঁর দুই সহযোগীকে ...

বাঁচানো গেল না শিশু আয়মানকেও

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন শিশু আয়মান ...

চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলায় পর্যটন উন্নয়নে প্রমোশনাল পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

আয়োজক কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খলা মধ্য দিয়ে কক্সবাজারের নির্বাচিত আটটি ট্যুরিজম ডেস্টিনেশনের প্রোমোশন পরিকল্পনার ...