প্রকাশিত: ১০/০৪/২০১৭ ১:০৯ পিএম

ইমাম খাইর;;

চকরিয়া উপজেলার বদরখালীতে নিজ হাতে ৩ সন্তান জবাই করে হত্যার দায়ে পিতা আব্দুল গণিকে মৃত্যুদন্ড দিয়েছে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত।

আজ সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষনা করেন বিচারক মীর শফিকুল আলম। এ সময় মামলার একমাত্র আসামী পাষন্ড পিতা আব্দুল গণি হাজির ছিল।

রাষ্ট্র পক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট দীলিপ কুমার ধর।

আসামীর পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আবুল কালাম আজাদ।

২০১৫ সালের ১৪ মে গভীর রাত ৩ টায় চকরিয়ার বদরখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ১নং ঘোনার চৌধুরী পাড়ায় এ মর্মান্তিক হত্যাকান্ড ঘটে।

নিহত ৩ কন্যা সন্তানরা হচ্ছে- আয়েশা সিদ্দিকা চম্পা, শিরো জান্নাত শিউলি এবং তহুরা জান্নাত বেলী।

তাদের পিতা আব্দুল গণি পেশায় দিনমজুর। সে পরকিয়া প্রেমাসক্ত ছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দীলিপ কুমার ধর এপিপি জানান, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন হলো। আমি আশা রাখছি রায় মহামান্য হাইকোর্টেও বলবৎ থাকবে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ প্রকাশ করেন। সুত্র: সিবিএন

পাঠকের মতামত

জামিনে মুক্তি পেলেন উখিয়ার পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান গফুর উদ্দিন, গ্রামে আনন্দের বন্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ...

কক্সবাজার জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প থেকে ৪৪০৯ জনের নাম বাতিল

কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে (খুরুশকুল) পুনর্বাসনের চার হাজার ৪০৯ জনের তালিকা বাতিল করা হয়েছে। ...