শিবিরের প্যানেলে জায়গা পেয়ে যা বললেন সর্ব মিত্র চাকমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। ...
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক রিয়াজ মোঃ সামি(২৮) নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭মার্চ) রাত ৮টার দিকে উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামি চট্টগ্রামের রাহাত্তারপুল এলাকার মোঃ ইলিয়াসের ছেলে ও চট্টগ্রামের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান বলেন, রিয়াজ মোঃ সামির মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিল। তিনি হারবাং পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে কক্সবাজার অভিমুখী একটি দ্রুতগতির প্রাইভেট কার তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়ীটি ধরতে চেষ্টা চালানো হচ্ছে।
পাঠকের মতামত