ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ৯:২৬ পিএম

উখিয়া-টেকনাফ আসনের এমপি পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, ইসলাম ছাড়া পৃথিবীর কোনো শাসনব্যবস্থা মানুষকে প্রকৃত শান্তি দিতে পারেনি। তাই ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠা করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি উখিয়া-টেকনাফে ইউনিয়ন প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আমাদের জামায়াত কর্মীরা শুধু কর্মী নন, তারা সমাজকর্মী। সমাজের প্রতিটি স্তরে নিরলসভাবে কাজ করে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। একমাত্র এ পথেই দেশে ন্যায়, ইনসাফ ও প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হতে পারে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, জেলা সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন সিদ্দিকী ও টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ।

এছাড়া বক্তব্য রাখেন উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা নুরুল হক, হোয়াইক্যং ইউনিয়ন আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, হ্নীলা ইউনিয়ন আমীর মাওলানা গিয়াস উদ্দীন, পালংখালী ইউনিয়ন আমীর আবুল আলা, বাহারছড়া ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ ইসলাম, জালিয়া পালং ইউনিয়ন আমীর মাওলানা হোছাইন আহমদ মাদানী, প্রফেসর মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম, অধ্যাপক জহির আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পাঠকের মতামত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান

কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ...

অবরোধের আট ঘণ্টা পর ফের সচল কক্সবাজার-টেকনাফ মহাসড়ক

কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোহিঙ্গা ক্যাম্পে ইউনিসেফ এর অর্থায়নে পরিচালিত প্রকল্পের চাকরিচ্যুত শিক্ষকরা। ...

উখিয়ায় স্বাস্থ্যসেবায় সংকট : বন্ধ ‘স্পেশালাইজড হাসপাতাল’ চালুর দাবি

রোহিঙ্গা আগমনের পর কক্সবাজারের উখিয়ায় জনসংখ্যা কয়েকগুণ বেড়ে গেলেও স্বাস্থ্যসেবা অবকাঠামো সে অনুযায়ী সম্প্রসারিত হয়নি। ...

উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের সড়ক অবরোধ, নেতাদের নীরবতা নিয়ে ক্ষোভ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত প্রায় ১২০০ স্থানীয় শিক্ষক কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন। ...

ঘুমধুম সীমান্তে আরাকান আর্মির সদস্য সন্দেহে দুই উপজাতি নাগরিক আটক!

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সকাল ১১টার দিকে সন্দেহভাজন দুইজন ...