ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ৫:০২ পিএম

কক্সবাজারে আমেরিকান নাগরিক এলিজাবেথ হেলটন কিম্মেলকে (৫৪) যৌন নিপীড়নের ঘটনায় আসামি তারিকুল ইসলামকে (২২) সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন বিচারক।

মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারক জেলা ও দায়রা জজ এস. এম. জিললুর রহমান এ রায় ঘোষণা করেন।

জানা গেছে, গত ১০ মার্চ ২০২৫ তারিখে কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হিলটপ সার্কিট হাউস উর্ধ্বমুখী ঢালু পাকা রাস্তায় যৌন হেনস্তার শিকার হন মার্কিন নাগরিক এলিজাবেথ হেলটন কিম্মেল। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ও ক্লিনটন কিম্মেলের স্ত্রী। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার শাহিন টাওয়ার এলাকায় বসবাস করছিলেন।

ঘটনার পরপরই কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মাত্র ৬ ঘণ্টার মধ্যে আসামি তারিকুল ইসলামকে (২২), পিতা ফরিদুল আলম ও মাতা হাসিনা, সাং—মোহাজেরপাড়া, কক্সবাজার পৌরসভা থেকে সনাক্তপূর্বক গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

পরবর্তীতে ১২ মার্চ ২০২৫ তারিখে কক্সবাজার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ১০ ধারায় অভিযোগপত্র (নং-১২৯) দাখিল করা হয়।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের পর আজ (১৯ আগস্ট ২০২৫) আদালত অভিযুক্ত তারিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার রায় দেন। জরিমানা অনাদায়ে আসামিকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

গ্রেপ্তারের তারিখ থেকেই এ রায় কার্যকর হবে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে। বর্তমানে আসামি কারাগারে রয়েছেন।

পাঠকের মতামত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান

কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ...

অবরোধের আট ঘণ্টা পর ফের সচল কক্সবাজার-টেকনাফ মহাসড়ক

কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোহিঙ্গা ক্যাম্পে ইউনিসেফ এর অর্থায়নে পরিচালিত প্রকল্পের চাকরিচ্যুত শিক্ষকরা। ...

উখিয়ায় স্বাস্থ্যসেবায় সংকট : বন্ধ ‘স্পেশালাইজড হাসপাতাল’ চালুর দাবি

রোহিঙ্গা আগমনের পর কক্সবাজারের উখিয়ায় জনসংখ্যা কয়েকগুণ বেড়ে গেলেও স্বাস্থ্যসেবা অবকাঠামো সে অনুযায়ী সম্প্রসারিত হয়নি। ...

উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের সড়ক অবরোধ, নেতাদের নীরবতা নিয়ে ক্ষোভ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত প্রায় ১২০০ স্থানীয় শিক্ষক কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন। ...

ঘুমধুম সীমান্তে আরাকান আর্মির সদস্য সন্দেহে দুই উপজাতি নাগরিক আটক!

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সকাল ১১টার দিকে সন্দেহভাজন দুইজন ...