ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/১১/২০২৪ ৭:৫৭ এএম

আতিকুর রহমান মানিক

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে আহত বড় ভাই মারা গেছেন। নিহত আমির আব্বাস (৪২) পোকখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইছাখালী গ্রামের মৃত নূরুল কবিরের ছেলে। রবিবার ( ২৪ নভেম্বর ) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অপরদিকে ঘাতক আমির হোছন তাঁর আপন ছোট ভাই ।
এ ঘটনায় আমির হোছন ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

স্হানীয় ইউপি মেম্বার মৌলভী কামরুল হক বলেন, গত শুক্রবার দুপুরে পারিবারিক ও সীমানা বিরোধের জের ধরে বাকবিতন্ডার এক পর্যায়ে লাঠি দিয়ে আমির আব্বাছের মাথায় আঘাত করেন ছোট ভাই আমির হোছন। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত আমির আব্বাছকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
সেখানে তার অবস্থার অবনতি হলে আরো উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মছিউর রহমান বলেন, আমির আব্বাছ হত্যার ঘটনায় আমির হোছন ও তার স্ত্রীকে আটক করা হয়েছে ।
এজাহার পেলে হত্যা মামলা রুজু করা হবে বলেও জানান ওসি

পাঠকের মতামত

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে আমার নামে “সাত হাজার পিস ইয়াবাসহ একজন আসামিকে ক্যাম্পে এনে পরবর্তীতে আর্থিক ...