প্রকাশিত: ১৩/০৮/২০১৬ ৭:৪০ এএম

magura-maloti-1_123674মাগুরা প্রতিনিধি: মাগুরায় মালতী রাণী নামে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। শুক্রবার বিকালে মাগুরা সদর উপজেলার কুকনা গ্রামে এ ঘটনা ঘটে। মালতী রাণী কুকনা গ্রামের রতন কুমার শীলের স্ত্রী।

মালতী রানী জানান, তার স্বামী রতন কুমার শীল স্থানীয় একটি সেলুনে কাজ করেন। সংসারে বাড়তি আর্থিক যোগানের জন্য তিনি হাঁস-মুরগি পালন করেন। এ নিয়ে প্রতিবেশী ভরত কুমার প্রায়ই তাকে বকাঝকা করেন।

বিষয়টি এলাকার কয়েকজনকে জানালে ভরত কুমার তার ওপর ক্ষিপ্ত হয়ে লোক দিয়ে একটি গরু গোয়াল থেকে খুলে নিয়ে যায়। এ ঘটনায় মালতি মাগুরা সদর থানায় অভিযোগ করলে ভরত কুমার, স্বপন ঘোষ, রাজকুমার, উত্তম, নৃপেন, অসীমসহ অন্যরা তার ওপর আরও ক্ষিপ্ত হয়।

মালতী রানী বলেন, শুক্রবার বিকালে তার একটি ছাগল ভরত কুমার ঘোষের সবজি ক্ষেতে ঢুকে পড়লে ভরত কুমার ও অন্যরা গাছের সঙ্গে বেঁধে তাকে মারধর করে। তবে ভরত কুমার বলেন, মালতী রাণীকে শুধু মাত্র গাছে বেঁধে রাখা হয়েছিল।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, প্রাথমিক তদন্তে মালতিকে গাছে বেঁধে রাখার সত্যতা মিলেছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

মিয়ানমার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমর্থন পেতে মালয়েশিয়ার প্রভাব, বিশেষ করে দেশটির আসিয়ান সভাপতির ভূমিকা ...

চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে ৩টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার জন্য মালয়েশিয়ার প্রভাব, বিশেষ করে দেশটির ...