প্রকাশিত: ২৮/০৮/২০১৮ ৯:২৬ এএম

ডেস্ক রিপোর্ট::
রোহিঙ্গা সংকট নিরসনে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানিয়ে শনিবার এক টুইটে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ সফরকালে রোহিঙ্গাদের দুর্দশার যে চিত্র তিনি দেখে গেছেন তা উল্লেখ করেন।

টুইটার বার্তায় মহাসচিব গুতেরেস বলেন, গত মাসে রোহিঙ্গা শরণার্থীদের থেকে যে দুঃখজনক ঘটনা শুনেছি তা এখনও আমার কাছে জীবন্ত মনে হচ্ছে। তিনি বলেন, এ সংকট নিরসনে অবশ্যই আন্তর্জাতিকভাবে একযোগে কাজ করতে হবে। জাতিসংঘের কর্মকর্তাদের একটি দল বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবির ভ্রমণ শেষে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সেই প্রতিবেদন তুলে ধরে মহাসচিব গুতেরেস এসব কথা বলেন। তিনি লিখেছেন, একটি বছর চলে গেছে। এ সংকট থামাতে আমাদের বিশ্বব্যাপী কাজ করতে হবে।

উল্লেখ্য, ১ জুলাই জাতিগত নির্মূল অভিযানের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা আশ্রয়প্রার্থী ও বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস।

পাঠকের মতামত

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...