প্রকাশিত: ২৮/০৮/২০১৮ ৯:২৬ এএম

ডেস্ক রিপোর্ট::
রোহিঙ্গা সংকট নিরসনে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানিয়ে শনিবার এক টুইটে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ সফরকালে রোহিঙ্গাদের দুর্দশার যে চিত্র তিনি দেখে গেছেন তা উল্লেখ করেন।

টুইটার বার্তায় মহাসচিব গুতেরেস বলেন, গত মাসে রোহিঙ্গা শরণার্থীদের থেকে যে দুঃখজনক ঘটনা শুনেছি তা এখনও আমার কাছে জীবন্ত মনে হচ্ছে। তিনি বলেন, এ সংকট নিরসনে অবশ্যই আন্তর্জাতিকভাবে একযোগে কাজ করতে হবে। জাতিসংঘের কর্মকর্তাদের একটি দল বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবির ভ্রমণ শেষে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সেই প্রতিবেদন তুলে ধরে মহাসচিব গুতেরেস এসব কথা বলেন। তিনি লিখেছেন, একটি বছর চলে গেছে। এ সংকট থামাতে আমাদের বিশ্বব্যাপী কাজ করতে হবে।

উল্লেখ্য, ১ জুলাই জাতিগত নির্মূল অভিযানের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা আশ্রয়প্রার্থী ও বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস।

পাঠকের মতামত