উখিয়ায় ইজিবাইক থেকে পিস্তল উদ্ধার, চালক আটক
কক্সবাজারের উখিয়ায় ইজিবাইক (টমটম) তল্লাশি করে একটি পিস্তল উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২৯ জুলাই) রাত ...
উখিয়া নিউজ ডটকম::
উখিয়ায় সদর স্টেশন থেকে ১৬২৫পিস ইয়াবা সহ ২ জনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লেঃ কমান্ডার আশেকুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে র্যাব-৭। অভিযান চলাকালে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের দেহ তল্লাসী করে ১ হাজার ৬২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃতরা হলো উখিয়া টিএনটি কলেজ গেইট এলাকার মৃত জাফর আলমের পুত্র মোঃ জমির উদ্দিন (২৮), নোয়াখালী সেনবাগ কেশেরপাড় এলাকার মো: রুহুল আমিনের পুত্র মোঃ খায়রুল ইসলাম মানিক (২৩)। উদ্ধারকৃত মাদক সহ ধৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত