প্রকাশিত: ২৮/০৭/২০২১ ৬:৩০ পিএম , আপডেট: ২৮/০৭/২০২১ ৬:৩২ পিএম
ঈদগাঁওতে ঢলের পানিতে ভেসে যাওয়া ৩ সহোদরের লাশ উদ্বার

নুরুল আমিন হেলালী

ঈদগাঁওতে ঢলের পানিতে ভেসে যাওয়া ৩ সহোদরের লাশ উদ্বার

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর ডুবুরি দলের প্রচেষ্টায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দরগাহপাড়ার নাসি খালে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ২ জন, পরে আরেকজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরদল।
এর আগে দুুপুরে ফারুক, মোর্শেদ ও দেলোয়ার নামের তিনজন নাসি খালে মাছ ধরতে গিয়ে ঢলের পানিতে ডুবে যায়।
ঘটনার পর থেকে দমকল বাহিনী ও স্থানীয়রা তাদের উদ্ধারে অনেক চেষ্টা করেছে। দীর্ঘ প্রায় ৫ ঘন্টায়েও ফারুক, মোর্শেদ ও দেলোয়ারকে জীবিত বা মৃত পাওয়া যায় নি।
অবশেষে বুধবার বিকাল সাড়ে চারটার দিকে ডুবুরির দল ঘটনাস্থলে পৌঁছে।
পৌনে ৫টা থেকে তারা উদ্ধার তৎপরতা শুরু করেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এমপি সাইমুম সরওয়ার কমল। সঙ্গে স্থানীয় চেয়ারম্যান ছৈয়দ আলম, সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীসহ সংশ্লিষ্টরা ছিলেন।
ফারুক, মোর্শেদ ও দেলোয়ার নামের ৩ সহোদর ডুবে যাওয়া স্থান ঘিরে হাজারো উৎসুক জনতা ভীড় জমায়। বৃষ্টি বাদল উপেক্ষা করে চলে উদ্ধার কাজ। অবশেষে মৃত হলেও পেয়ে স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
নিখোঁজের ঘটনার পর থেকে কউক চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ সার্বিক খোঁজ ও সহযোগিতা করেছেন বলে জানান সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী।
পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও সহায়তায় ছিলেন। এদিকে একসাথে তিন সহোদরের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

পাঠকের মতামত

জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা কিশোর

আওয়ামী লীগ স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারে নিহত রোহিঙ্গা কিশোর নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি ...

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...