প্রকাশিত: ২২/০৮/২০১৭ ৯:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪৪ পিএম

অনলাইন ডেস্ক :;
গাজীপুর সিটি কর্পোরেশন ও সদর উপজেলার ১০টি আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করে আপত্তিকর অবস্থায় ৯৪ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে ও জয়দেবপুর থানা পুলিশের ওসি মো. আমিনুল ইসলামের নেতৃত্বে গাজীপুর চান্দনা চৌরাস্তা, সদর উপজেলার হোতাপাড়া এলাকা, কোনাবাড়ি ও টঙ্গী এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

অভিযানে এসব আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৪৪ জন নারী ও ৫০ জন পুরুষ।

গাজীপুর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মোমিনুল ইসলাম জানান, গাজীপুরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে মঙ্গলবার দুপুর থেকে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযানকালে সদর উপজেলার হোতাপাড়া এলাকার বৈশাখী আবাসিক হোটেল, ভোগড়া চান্দনা চৌরাস্তা এলাকার রাজমনি, এশিয়া, শাপলা, প্যারেড, ইশা খা, রোজ গার্ডেন, কোনাবাড়ি এলাকার এয়ার ইন্টারন্যাশনাল ও টঙ্গীতে অনামিকা ও স্বাগতম আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৪৪ জন নারী ও ৫০ জন পুরুষসহ ৯৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মোমিনুল ইসলাম।

পাঠকের মতামত

জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা কিশোর

আওয়ামী লীগ স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারে নিহত রোহিঙ্গা কিশোর নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি ...

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...