প্রকাশিত: ২৫/০১/২০১৮ ৭:১১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৩৮ এএম

উখিয়া নিউজ ডটকম::
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনের (বনপা) সিনিয়র সহ-সভাপতি ও কক্সবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী বলেছেন, অনলাইন সাংবাদিকতা চ্যালেঞ্জিং পেশা। দেশের অনলাইন পোর্টালগুলো বিমাতাসূলভ আচরণের শিকার। অনলাইনে প্রতিমুহুর্তের সংবাদ পরিবেশন হয়। অথচ সবার মাঝে একটি আতঙ্ক বিরাজ করে। কোন ধরণের সুযোগ সুবিধা না পেয়েও অনলাইন গণমাধ্যমগুলো ডিজিটাল বাংলাদেশ গড়তে অবদান রেখে যাচ্ছে।
বুধবার (২৪ জানুয়ারী) রাতে প্রবাল দ্বীপে অনলাইন সাংবাদিকদের মিলনমেলায় সাংস্কৃতিক সন্ধ্যা ও র‌্যাফেল ড্র পূর্বে সভায় আকতার চৌধুরী কথাগুলো বলেছেন।
কক্সবাজার অনলাইন প্রেসক্লাব ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনের (বনপা) যৌথ আয়োজনে সেন্টমাটিন দক্ষিণ সৈকত সংলগ্ন হোটেল সী প্রবালে মনোজ্ঞ এই আয়োজন সম্পন্ন হয়।সংবাদ প্রকাশে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন)কে সম্মাননা দেয়া হয়। ক্রেস্ট গ্রহণ করেন সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী। সঙ্গে আছেন যুগ্ম-বার্তা সম্পাদক ইমাম খাইর, চীফ রিপোর্টার শাহেদ মিজানসহ প্রতিবেদকেরা।
সভায় বক্তব্য রাখেন, আমাদের টেকনাফ ডট কমের সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, চকরিয়া নিউজ ডট কমের সম্পাদক জহিরুল ইসলাম, সিটিএন২৪ ডট কমের নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ, উখিয়া নিউজ ডট কমের সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, বার্তা সম্পাদক ফারুক আহমদ, সিএসসি২৪ এর সম্পাদক পলাশ বড়ুয়া, কক্সবাজার সময় ডট কমের সম্পাদক এএইচ সেলিম উল্লাহ, কক্সবাজার কণ্ঠ ডট কমের সম্পাদক জসিম উদ্দিন ছিদ্দিকী, কক্সবাজার আলোর সম্পাদক মো. শাহজাহান, কক্সডেই২৪ এর সম্পাদক সেলিম উদ্দিন, সেন্টমার্টিনর বিডিনিউজের সম্পাদক আবদুল মালেক, ওয়ান নিউজের নির্বাহী সম্পাদক মো. নিজাম উদ্দিন প্রমুখ।
সভা পরিচালনা করেন কক্সবাজার আলোর নির্বাহী সম্পাদক ছৈয়দ আলম।
এরপর র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র পরিচালনা করেন কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ইমাম খাইর।
র‌্যাফেল ড্রতে সার্বিক সহায়তা করেন কক্সমাল্টিমিডিয়ার পরিচালক শর্ট ফিল্ম নির্মাতা মনছুর আলম।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

প্রসঙ্গত, ‘প্রবাল দ্বীপে অনলাইন সাংবাদিকদের মিলনমেলা ২০১৮’-তে অর্ধ শতাধিক সাংবাদিক অংশ গ্রহণ করেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) শেষ হবে এই মিলনমেলা।

পাঠকের মতামত

ব্র্যাকের আয়োজনে ‘যুব ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

যুবদের দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ বিশিষ্টজনদের দেশে চাকরির তুলনায় চাকরিপ্রত্যাশীর সংখ্যা ...

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনসীমান্তে ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির অবস্থান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়

সোমবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির (এএ) এক সশস্ত্র সদস্য বাংলাদেশে প্রবেশ করার পর উত্তেজনাকর পরিস্থিতি ...