প্রকাশিত: ২৬/০৮/২০১৬ ৬:৩৫ পিএম , আপডেট: ২৬/০৮/২০১৬ ৬:৩৬ পিএম

14053959_201948866888458_2964174736559097211_nজামাল জাহেদ ককসবাজারঃ
ককসবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন মাননীয় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমদ পলক।

পরিদর্শন শেষে জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন জেলা আঃলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, মহেশখালী কুতুবদিয়া আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এম পি, জেলা প্রশাসক আলী হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কবির আহমদ সওদাগর সহ স্থানীয় রাজনীতিক ও সমাজিক নেতৃবৃন্দসহ অনেকে।

পাঠকের মতামত

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...