প্রকাশিত: ০৮/০৬/২০২০ ৮:৫৯ পিএম , আপডেট: ০৮/০৬/২০২০ ৯:০০ পিএম

ইমাম খাইর, কক্সবাজার::
কক্সবাজার মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ ইউনুছের পিতা আলহাজ্ব আকতার আহমদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (৮ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালীর দক্ষিণ পাড়াস্থ নিজ বাড়িতে তিনি মারা যান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর।

আলহাজ্ব আকতার আহমদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা দুরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন। মৃত্যুকালে তার স্ত্রী ও ৭ পুত্র সন্তান ছিল।

ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত কর্মঠ, সৎ ও সজ্জন ব্যক্তি ছিলেন।

খবরটি নিশ্চিত করেছেন মরহুম আলহাজ্ব আকতার আহমদের ভাতুষ্পুত্র সাংবাদিক আহমদ গিয়াস। তিনি মরহুম জেঠার আত্মার মাগফিরাতের জন্য সবার নিকট দোয়া কামনা করেছেন।

মঙ্গলবার সকাল ৯টায় খুটাখালী কিশলয় স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডা. মুহাম্মদ ইউনুছ।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইল ৮ এপিবিএন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছে ৮ আর্মড পুলিশ ...