প্রকাশিত: ২৬/০১/২০২০ ৯:৫১ এএম , আপডেট: ২৬/০১/২০২০ ৯:৫৩ এএম

শহিদুল ইসলাম,উখিয়া ::
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাস্পে দিনদিন মাদক সেবী বেড়ে যাচ্ছে। এ কারনে ক্যাম্প অভ্যন্তের অপরাধ প্রবনতা বেড়ে গেছে। ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গারা জানিয়েছেন প্রতিদিন ক্যাম্পে অপহরন, ছিনতাই, মারামারি লেগে আছে। গত শুক্রবার রাত সাড়ে বারোটার সময় উখিয়ার কুতুপালং ওয়ান ইষ্ট ক্যাম্পে মাদক সেবনের সময় মধুরছড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা হানা দিয়ে দশ মাদক সেবীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতদের শনিবার রাত আটটার সময় উখিয়া সহকারী কমিশনার ভূমি আমিমুল এহসান খানের কার্যালয়ে হাজির করেন। পরে ভ্রাম্যমান আদালতে প্রত্যেক কে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ইউনুছ (৩৫), আবদুল গনি (২০), শহীদ (২০), নাছের (২০), ইউনুস (২৪), রিয়াজ উদ্দীন (২০), সিরাজ (২৪), রশিদ (১৯), শফিক (২৭)ও সৈয়দ নুর (২১)।মধুরছড়া পুলিশ ফাঁড়ির উপ -পরিদর্শক মোবারক হোসেন বলেন মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান অব্যাহত রয়েছে। জরিমানা দেওয়ার পর রোহিঙ্গারা ক্যাম্পে ফিরে গেছে। উখিয়ার সহকারী কমিশনার ভূমি আমিমুল এহসান খান বলেন মাদক সেবনের দায়ে দশ রোহিঙ্গাকে জনপ্রতি এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

পাঠকের মতামত

রেঙ্গুন থেকে রোহিঙ্গা ক্যাম্প: মাদক কারবারী শালা দুলাভাইয়ের আধিপত্য

প্রতিবেশী দেশ মিয়ানমারের পুরাতন রাজধানী রেঙ্গুনে (বর্তমানে ইয়াঙ্গুন নামে পরিচিত) বাস করেন রোহিঙ্গা যুবক মোহাম্মদ ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন

কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্ত থেকে চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক জেড-১০৪০ উন্নয়ন প্রকল্প ...

৫৪তম শাহাদাত বার্ষিকীতে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামে শহীদ মৌলভী ফরিদ আহমেদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান ...