প্রকাশিত: ১৯/০৯/২০১৯ ৯:১৭ এএম

প্রতিনিধি,উখিয়া::
উখিয়ার তাজনিমারখোলা এলাকার বাসিন্দা মো: ইসলামের ছেলে মো: আরমান (১৯) কে রোহিঙ্গা মাদকসেবি যুবকরা পথিমধ্যে আটকিয়ে বেদম প্রহার করেছে। গত মঙ্গলবার রাতে বাড়ি যাওয়ার সময় ইট ভাটা এলাকায় এ ঘটনাটি ঘটে। তাকে আহত অবস্থায় উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালংখালি ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন জানান, ইট ভাটা এলাকায় ৪/৫ জন রোহিঙ্গা যুবক মাদক সেবন করছিল। এসময় বাড়ি যাওয়ার পথে ঐ মাদক সেবির হাতে আক্রান্ত হয় আরমান । তার হাতে থাকা মোবাইল টাকা ও বাড়ির বাজার সমূহ কেড়ে নেয়া হয়েছে। চেয়ারম্যান আরও জানান, রোহিঙ্গা সন্ত্রাসীরা এ রকম ঘটনা প্রতিনিয়ত অহরহ ঘটাচ্ছে।

পাঠকের মতামত

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...