
প্রতিনিধি,উখিয়া::
উখিয়ার তাজনিমারখোলা এলাকার বাসিন্দা মো: ইসলামের ছেলে মো: আরমান (১৯) কে রোহিঙ্গা মাদকসেবি যুবকরা পথিমধ্যে আটকিয়ে বেদম প্রহার করেছে। গত মঙ্গলবার রাতে বাড়ি যাওয়ার সময় ইট ভাটা এলাকায় এ ঘটনাটি ঘটে। তাকে আহত অবস্থায় উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালংখালি ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন জানান, ইট ভাটা এলাকায় ৪/৫ জন রোহিঙ্গা যুবক মাদক সেবন করছিল। এসময় বাড়ি যাওয়ার পথে ঐ মাদক সেবির হাতে আক্রান্ত হয় আরমান । তার হাতে থাকা মোবাইল টাকা ও বাড়ির বাজার সমূহ কেড়ে নেয়া হয়েছে। চেয়ারম্যান আরও জানান, রোহিঙ্গা সন্ত্রাসীরা এ রকম ঘটনা প্রতিনিয়ত অহরহ ঘটাচ্ছে।
পাঠকের মতামত