
২০ মাসের শিশুকে একা বাসায় রেখে টানা ছয়দিন ধরে পার্টি করেন মা
মায়ের ১৮তম জন্মদিন। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে পার্টির। সেই পার্টিতে যোগ দিতে টানা ছয়দিন ছোট্ট মেয়েকে একা বাসায় রেখে গেলেন। ফলে বাসায় অনাহারে মৃত্যু হয়েছে ওই শিশুর।
যুক্তরাজ্যের ব্রাইটন শহরে ঘটেছে এ ঘটনা। শুক্রবার (২৬ মার্চ) ভার্ফি কুদি নামের ১৯ বছরের ওই তরুণী নিজ মেয়ে আসিয়ার মৃত্যুর কথা স্বীকার করে সাসেক্স পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৫ ডিসেম্বর অভিযুক্ত ভার্ফি তার ২০ মাস বয়সী মেয়ে আসিয়াকে ফ্ল্যাটে একা রেখে ছয়দিনের জন্য বন্ধুদের সাথে তার ১৮তম জন্মদিন উদযাপন করতে যান। ১১ ডিসেম্বর ভার্ফি ফ্ল্যাটে ফিরে নিথর আসিয়াকে দেখে জরুরি পরিষেবা কেন্দ্রে কল দেন।
পরবর্তীতে শিশুটিকে অ্যাম্বুলেন্সে ব্রাইটনের রয়্যাল আলেকজান্দ্রা শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
2021/03/local-portel-770-x-90-1-1616049972340.gif
ময়নাতদন্ত পরীক্ষা এবং পরবর্তীতে ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে শিশুটির শরীর পানিশূন্য হয়ে পড়েছিল। অনাহার ও অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন চিকিৎসকেরা।
এ বিষয়ে পুলিশের তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ থেকে জানতে পারেন ৫ ডিসেম্বর ফ্ল্যাট ছেড়ে যাবার পরের ছয়দিন লন্ডন, কভেন্ট্রি এবং সোলিহুলের নিকটি কয়েকটি পার্টিতে ছিলেন। তারপর ১১ তারিখ ফ্ল্যাটে ফিরে আসেন।
মামলার সাথে জড়িত গোয়েন্দার চিফ ইন্সপেক্টর অ্যান্ডি ওলস্টেনহোলম বলেন, “এই মামলাটি আমাদের জন্যই ‘অত্যন্ত কষ্টদায়ক’ ছিল।”
তিনি আরও জানান, ভার্ফি আপাতত আদালতের হেফাজতে রয়েছে এবং মে মাসে তার সাজা ঘোষণা করা হবে।
পাঠকের মতামত