প্রকাশিত: ১৩/০৬/২০২০ ৪:৩৮ পিএম

ইমাম খাইর, কক্সবাজার:
কক্সবাজার পৌরসভার দক্ষিণ টেকপাড়ার বসতঘর থেকে ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির নাম মোঃ ইউছুফ আলীর (৫৯)।

তিনি দক্ষিণ টেকপাড়ার প্রফেসর আনোয়ার হোসেনের বাসার ভাড়াটিয়া।

তার দেশের বাড়ি লক্ষীপুর সদরের ৫ নং ইউনিয়ন পার্বতীপুর মতলবপুর আটিয়াবাড়ী।

তিনি ওই এলাকার মৃত মোহাম্মদ উল্ল্যার ছেলে।

মোঃ ইউছুফ আলী কক্সবাজার শহরের হাসপাতাল সড়ক সংলগ্ন জাহাঙ্গীর মেস, শাহ মজিদিয়া হোটেলসহ বেশ কয়েকটি খাবার হোটেলে দীর্ঘদিন লাকড়িসহ নিত্যপন্য আনানেওয়া করতো। ফাঁকে রিকশাও চালাতো। এসবের আড়ালে মাদক ব্যবসার খবরে স্থানীয়রা বিস্মিত হয়েছে।

এ প্রসঙ্গে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, মোঃ ইউছুফ আলীর বতসবাড়িতে মাদক মজুদের খবরে অভিযান চালানো হয়। এ সময় তাকে ঘটনাস্থল হতে আটক করা হয়।

এ ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সোমেন মন্ডল।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইল ৮ এপিবিএন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছে ৮ আর্মড পুলিশ ...

জামিনে মুক্তি পেলেন উখিয়ার পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান গফুর উদ্দিন, গ্রামে আনন্দের বন্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ...