উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২০/০৪/২০২৩ ৩:৫৬ এএম

শবে কদরের দিন কক্সবাজারের উখিয়ায় গরু হিসেবে বিক্রির জন্য ঘোড়া জবাই করা কসাই মাহাবুবকে আটক করেছে র‍্যাব -১৫। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কক্সবাজারের রামুতে তিন কিলোমিটার পাহাড় ও খালে ধাওয়া করে কসাই মাহাবুবকে ধরতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাব কক্সবাজারের সিপিসি কমান্ডার আনোয়ার হোসেন শামীম জানান, দুই দিন ধরে মাহাবুবকে ধরার চেষ্টা করছিলেন তারা। তারই প্রেক্ষিতে বাড়ানো হয় নজরদারি।

পরে বুধবার দুপুরে রামুর খুনিয়াপালং এর বড়ডেবা এলাকা থেকে মাহাবুব কসাইকে গ্রেফতা করা হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদে ‌মাহাবুব ৩০টি ঘোড়া জবাই করার কথা স্বীকার করেছেন বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, গরু হিসেবে ঘোড়া জবাই করা মাহাবুব র‍্যাবের হাতে ধরা পড়ার ঘটনায় উখিয়া ও রামু উপজেলার মানুষ আনন্দ প্রকাশ করেছে।

কক্সবাজার সমুদ্র সৈকতের রোগাক্রান্ত ও অসুস্থ ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রি করতেন কসাই মাহাবুব

পাঠকের মতামত

শিবিরের প্যানেলে জায়গা পেয়ে যা বললেন সর্ব মিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। ...