প্রকাশিত: ০৮/০৯/২০১৬ ৯:২০ পিএম

বার্তা পরিবেশক::
টেকনাফ উপজেলার হ্নীলা দক্ষিন রংগীখালী এলাকার মকবুল আহমদের ছেলে নুরুল ইসলাম হত্যা মামলার আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল খেলায় তুচ্ছ ঘটনার ১৫ দিন অতিবাহিত হলেও আসামীরা গ্রেপ্তার না হওয়ায় তারা আরো বেপরোয়া হয়ে মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে প্রতিনিয়ত হুমকি ধমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী সোনা আলী। তিনি আরো বলেন, আসামীরা তাকে বাড়ি থেকে বের হতে দিচ্ছেনা। তারা সবসময় ভয়-ভীতি প্রদর্শন করে প্রাননাশের হুমকি দিয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, ঘটনার পর আসামীরা গ্রেপ্তারের ভয়ে কয়েকদিন গাঁ ঢাকা দিয়ে থাকলেও এখন তারা এলাকায় এসে তাকে মামলা তুলে নেওয়ার জন্য নানা হুমকি দিয়ে যাচ্ছে বলে তিনি সাংবাদিকদের অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি আসামীদের গ্রেপ্তারের দাবী জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য গত ২৪ আগস্ট লবণের মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল খেলায় গোল দেয়াকে কেন্দ্র কাটাকাটির ঘটনায় তাকে পিটিয়ে আহত করে। পরে ২৫ আগস্ট কক্সবাজার জেলা সদর হাসপাতালে পুলিশ হেফাজতে নুরুল ইসলাম মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহত নুরুল ইসলামের বড় ভাই বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় ১টি হত্যা মামলা দায়ের করেছেন। এতে বাদীর চিহ্নিত ও সন্দেহের আসামীরা হলেন, একই এলাকার আবদু শুক্কুরের ছেলে শামসুল আলম (৩৫) (প্রকাশ আটা ভাই), তার বড় ভাই নুরুল আলম (৩৮) প্রকাশ গুটি আলম, মৃত কাছিম আলীর পুত্র কামাল হোসেন (২৮) প্রকাশ বসসিয়া, তার ছোট ভাই মকতুল হোসন (২০) ও দেলোয়ার হোসন (২৩) প্রকাশ লুলাইয়া, মৃত আবদু সাত্তারের ছেলে জাফর আলী (৫৫), তার ছেলে ছৈয়দ আহমদ (৩৫) ও শেখ আহমদ (৩০) প্রকাশ মম্বিয়া, মোহাম্মদ হোছনের ছেলে ওসমান (৩৫) ও ইব্রাহীম (৩০), জাফর আলমের ছেলে বেলাল ( ৩০) এর নাম এজাহারে রয়েছে।

এ বিষয়ে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। যে কোনভাবে তাদেরকে গ্রেফতার করা হবে।

পাঠকের মতামত

অবরোধের আট ঘণ্টা পর ফের সচল কক্সবাজার-টেকনাফ মহাসড়ক

কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোহিঙ্গা ক্যাম্পে ইউনিসেফ এর অর্থায়নে পরিচালিত প্রকল্পের চাকরিচ্যুত শিক্ষকরা। ...

উখিয়ায় স্বাস্থ্যসেবায় সংকট : বন্ধ ‘স্পেশালাইজড হাসপাতাল’ চালুর দাবি

রোহিঙ্গা আগমনের পর কক্সবাজারের উখিয়ায় জনসংখ্যা কয়েকগুণ বেড়ে গেলেও স্বাস্থ্যসেবা অবকাঠামো সে অনুযায়ী সম্প্রসারিত হয়নি। ...

উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের সড়ক অবরোধ, নেতাদের নীরবতা নিয়ে ক্ষোভ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত প্রায় ১২০০ স্থানীয় শিক্ষক কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন। ...

ঘুমধুম সীমান্তে আরাকান আর্মির সদস্য সন্দেহে দুই উপজাতি নাগরিক আটক!

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সকাল ১১টার দিকে সন্দেহভাজন দুইজন ...