প্রকাশিত: ২২/০৯/২০১৭ ১২:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
রাখাইনে রোহিঙ্গা নির্যাতন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মালয়েশিয়ায় আন্তর্জাতিক গণআদালতে দোষী সাব্যস্ত হয়েছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি ও সেনাপ্রধান মিন অং লাইংসহ মিয়ানমারের বেশ কয়েকজন কর্মকর্তা।

গত ২৫ আগস্ট রাখাইনে বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার জেরে সেখানে সহিংস অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশ। এতে হাজারও রোহিঙ্গার মৃত্যুর খবর পাওয়া গেছে। সহিংস অভিযানের কারণে বাংলাদেশে পালিয়ে এসেছে সোয়া চার লাখ রোহিঙ্গা।

পাঠকের মতামত