প্রকাশিত: ২৫/০৪/২০১৮ ১১:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪২ এএম

নিউজ ডেস্ক:;
চট্টগ্রাম জেলার সাতকানিয়া থেকে অপহৃত ৭ বছরের শিশু তসলিমা আক্তার মাইশাকে অপহরনের চার দিন পর কক্সবাজারের চকরিয়া থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে র‌্যাব-৭ এর একটি দল চকরিয়ার পালাকাটা এলাকা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এসময় অপহরণে যুক্ত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়। আটকরা হলেন, চকরিয়ার পালাকাটা গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) ও একই গ্রামের বদিউল আলমের ছেলে মো: মমিনুল ইসলাম (১৯)। উদ্ধার হওয়া মাইশা সাতকানিয়ার দাইমারখীল গ্রামের আব্দুল গফুরের কন্যা।
র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো: রুহুল আমিন জানান, গত ১৯ এপ্রিল বিকেল ৫ টার দিকে সাতকানিয়া থানার সাতকানিয়া রাস্তারমাথা এলাকায় নিজ বাড়ির সামনে খেলতে যাওয়ার পর থেকে রিক্সাচালক মোঃ আব্দুল গফুর এর শিশু কন্যা তসলিমা আক্তার মাইশাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় গত ২০ এপ্রিল আব্দুল গফুর র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই লিখিত অভিযোগে তিনি জানান, তার শিশু কন্যা তসলিমা আক্তার মাইশাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা এবং মোবাইল নম্বর ০১৬৩৬৫৫০৮৩৯ হতে ফোন করে মুক্তিপণ বাবদ প্রথম পর্যায়ে ২ লাখ টাকা এবং শেষ পর্যায়ে ৭০ হাজার টাকা দাবি করা হয়। দাবীকৃত মুক্তিপণের টাকা না পেলে তারা শিশুটিকে হত্যা করার হুমকি দেয়। এর প্রেক্ষিতে শিশুটিকে উদ্ধারের লক্ষে ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে তাঁর নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে অপহরণের সাথে জড়িত দুই জনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ অপহরণে যুক্ত থাকার বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করেছে। মুক্তিপণের জন্য তারা এ অপহরণে ঘটনা ঘটিয়েছে বলে জানায়। উদ্ধার হওয়া মাইশা এবং আটক অপহরণকারীদের সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।সুত্র:: কক্সবাজার

পাঠকের মতামত

বদির কাছে হারলেন স্ত্রী

কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহিন আক্তারকে ৩ ভোটে পরাজিত করে উখিয়ার মরিচ্যা পালং ...

গদি নেই তবু সাবেক এমপি বদি!

আবদুর রহমান বদি। কক্সবাজার-৪ আসনের প্রভাবশালী সংসদ সদস্য ছিলেন, তাও আবার ক্ষমতাসীন দলের টিকিটে। মাদক ...