প্রকাশিত: ২৬/০৮/২০১৮ ৪:০২ পিএম
Single Page Top

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলবাড়িতে মিটিং করে বলেছিলেন, ‘আমি(শেখ হাসিনা) ক্ষমতায় আসলে ফুলবাড়ি চুক্তি বাস্তবায়ন করব। খালেদা জিয়া এটা বাস্তবায়ন করতে পারবে না।’ এই কথা তিনি অন্তর থেকে বলেন নাই, গদির হিসাব রক্ষা করার জন্য বলেছেন। তাই ক্ষমতায় এসে তার প্রতিশ্রুতি রক্ষা করেন নাই।

রোববার সকাল ১১ টায় ফুলবাড়ি দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে তিনি এসব কথা বলেন।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, যারা গদির লোভে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে না তারা ক্ষমতায় চিরদিন টিকে থাকতে পারে না।

তিনি আরোও বলেন, ১২ বছর হয়ে গেলেও এখন পর্যন্ত চুক্তি বাস্তবায়ন হয়নি। যারা আহত হয়েছে তাদের এখন পর্যন্ত পুনর্বাসন করা হয়নি। এশিয়া এনার্জির কার্যক্রম না থাকলেও তাদের অফিস চালু রাখা হয়েছে। সুযোগ পেলে তারা আবার ছোবল মারবে।

এসময় তিনি বলেন, আবার যদি উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হয়। তাহলে সারাদেশে মহা বিদ্রোহ সূচনা করা হবে।

তেল গ্যাস বিদ্যুত বন্দর রক্ষা জতীয় কমিটির সাবেক সদস্য সচিব অধ্যাপক এম এম আকাশের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক, বাসদের সদস্য বজলুর রশিদ ফিরোজ, গনসংহতির কেন্দ্রীয় সদস্য ফিরোজ আহমেদ, গনতান্ত্রীক বিপ্লবী পার্টির সাধারন সম্পাদক মোশরেফা মিশু প্রমূখ।

উল্লেখ্য ২০০৬ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জি নামের একটি কোম্পানির কয়লা প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় মানুষের বিশাল সমাবেশে সেই সময়ের বিডিআর গুলি চালালে তিনজন নিহত হন। আহত হন দুই শতাধিক আন্দোলনকারী।
এরপর ফুলবাড়ীর পার্শ্ববর্তী পার্বতীপুর, বিরামপুরসহ বিভিন্ন জায়গায় আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলনের তীব্রতার মুখে ৩০ আগস্ট সরকার আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে ‘ফুলবাড়ী চুক্তি’ করতে বাধ্য হয়। সেই আন্দোলনের পর থেকে আজকের দিনটিকে ‘ফুলবাড়ী দিবস’ হিসেবে পালন করে আন্দোলনকারীরা। আমাদের সময়

পাঠকের মতামত

Single Page Bottom

ফের লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আবারও চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শে ...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত

শাহবাগে সংবাদ সম্মেলনে কথা বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। ছবি: সংগৃহীত কেন্দ্রীয় ...

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর যুক্ত করার নির্দেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন ...

বিমান দুর্ঘটনা: চলে গেলেন আরো চার শিক্ষার্থী, মোট মৃত্যু ২৭

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষরত যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ...
Single Page Footer