প্রকাশিত: ১৯/০১/২০১৭ ১০:৩৩ পিএম , আপডেট: ১৯/০১/২০১৭ ১০:৫৯ পিএম

রফিক মাহমুদ, উখিয়া ::

উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শিশু পুরুষ্কার প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  ১৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মেধু বড়–য়ার পরিচালনায় অনুষ্ঠিত জাতীয় শিশু পুরুষ্কার প্রতিযোগীতা পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন। এসময় তিনি বলেন, আজকের শিশুরা আগামী ডিজিটাল ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার কারিগর। শিশুর মেধা বিকাশে ও শারীরিক গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই শিশুদের যতœ নেওয়া সকলের দায়িত্ব। পাশাপাশি অভিভাবক ও শিক্ষকরা শিশুদের প্রকৃত মানব সম্পদ তৈরী করার ভূমিকা রাখতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর, সহকারী শিক্ষা অফিসার মোক্তার আহম্মদ, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

পাঠকের মতামত

সাংবাদিক জসিম আজাদের বসতভিটা দখলের ঘটনায় বাবু সহ ৩ জন কারাগারে

কক্সবাজারের উখিয়ায় সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগে স্থানীয়ভাবে পরিচিত মাহফুজ উদ্দিন বাবু ও তাঁর দুই সহযোগীকে ...

বাঁচানো গেল না শিশু আয়মানকেও

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন শিশু আয়মান ...