পাঁচ ব্যাংকের গ্রাহক চলতি মাসেই তুলতে পারবেন আমানতের অর্থ
আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংক মার্জার বা একীভূত করতে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ...
নিউজ ডেস্ক;;
রাজধানীতে বেড়েছে ভাইরাসজনিত জ্বর চিকুনগুনিয়ার প্রকোপ। সেই জ্বরে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
একই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার স্ত্রীও।
বর্তমানে নিজ বাসস্থানে বিশ্রামে রয়েছেন এ দম্পতি। তাদের চিকিৎসাও চলছে।
বিষয়টি নিশ্চিত করে শিক্ষামন্ত্রীর একান্ত সহকারী কর্মকর্তা (এপিএস) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে তাদের দু’জনকে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়।
সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা চিকুনগুনিয়া ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়েছেন বলে ডাক্তাররা নিশ্চিত করেন।
বর্তমানে তারা সরকারি বাসভবনেই অবস্থান করছেন। সেখানেই চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।
পাঠকের মতামত