প্রকাশিত: ০৯/০৬/২০১৭ ৭:১৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৭ পিএম

নিউজ ডেস্ক;;

রাজধানীতে বেড়েছে ভাইরাসজনিত জ্বর চিকুনগুনিয়ার প্রকোপ। সেই জ্বরে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

একই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার স্ত্রীও।

বর্তমানে নিজ বাসস্থানে বিশ্রামে রয়েছেন এ দম্পতি। তাদের চিকিৎসাও চলছে।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষামন্ত্রীর একান্ত সহকারী কর্মকর্তা (এপিএস) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে তাদের দু’জনকে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়।

সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা চিকুনগুনিয়া ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়েছেন বলে ডাক্তাররা নিশ্চিত করেন।

বর্তমানে তারা সরকারি বাসভবনেই অবস্থান করছেন। সেখানেই চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।

পাঠকের মতামত

সংকট না কাটলে রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব, আলোচনা চালাচ্ছে বাংলাদেশ

রোহিঙ্গারা বাংলাদেশ থেকে রাখাইনে ফিরলেই সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের ভেতরেও অনেক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। ...

ডাকসুর ভিপি সাদিক ও জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নিটকতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ব্যাপক ব্যবধানে ...