বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০৭/১০/২০২৪ ৫:০০ পিএম , আপডেট: ০৭/১০/২০২৪ ৫:০০ পিএম

জাতীয় সংসদের সাবেক হুইপ ও উখিয়া কলেজ গভর্নিং বডির সভাপতি শাহজাহান চৌধুরী শিক্ষক ও শিক্ষার্থীদের মেলবন্ধনের মাধ্যমে শিক্ষা বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেছেন, মেধা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে।

শিক্ষার্থীদের ৭০ পারসেন্ট উপস্থিতি, নিয়মিত পাঠ্য পুস্তক অনুশীলন এবং সংশ্লিষ্ট বিভাগীয় শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানে সতর্ক সহ কঠোর মনিটরিং জোরদেন তিনি। রবিবার (৬ সেপ্টেম্বর) শিক্ষক – শিক্ষার্থীদের সাথে কলেজ মিনালয়তয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এ কথা বলেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলমের সভাপতিত্বে ও কলেজের শিক্ষক প্রতিনিধি অধ্যাপক তহিদুল আলম তহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. মোক্তার আহমদ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ান রহমান ও কলেজ ছাত্রদলের সভাপতি রাসেল মাহমুদ।

এদিকে একইদিন দুপুরে কলেজ গভর্নিং বডির এডহক কমিটির প্রথম সভা অধ্যক্ষের কার্যালয়ে গভর্নিং বডির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কলেজের একাডেমিক বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ গৃহীত হয়েছে।

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...