
টেকনাফ প্রতিনিধি ::
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা শিবিরে এক রোহিঙ্গাকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে একদল রোহিঙ্গার বিরুদ্ধে।
এ ঘটনায় সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নিহত জহির আহম্মদ (৫৩) ব্লক এইচ ২ এর ১৫ নম্বর ঘরে বসবাসরত মৃত ইউনুছের ছেলে।
সোমবার চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে।
Interesting For YouMgid
এলাকাবাসী ও ক্যাম্পে দায়িত্বরত সরকারি গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়, অভিযাগ রয়েছে সোমবার সকালে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের হেডমাঝি মো. জাবের সমর্থিত সন্ত্রাসী দল জহির আহম্মদকে সেভ দ্য চিলড্রেন কার্যালয়ের সামনে থেকে তুলে নিয়ে যায়। তারপর ভয়াবহ শারীরিক নির্যাতন করে ‘এ’ ব্লকের এক নির্জন স্থানে মৃত অবস্থায় জহিরকে তারা ফেলে রেখে যায়।
রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত রবিবার কয়েকজন রোহিঙ্গা হেডমাঝি জাবেরকে মারধর করে। সেই মারামারির জের ধরে জহির আহম্মদকে (৫৩) মেরে ফেলা হয়েছে।
ক্যাম্প ইনচার্জ মো. সাব্বির ইকবালের অনুমতি ও পরিবারের কোনো অভিযোগ না থাকায় জহিরের মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া ক্যাম্পের কবরস্থানে সন্ধ্যায় দাফন করা হয়।
চাকমারকূল রোহিঙ্গা ক্যম্পের পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই হত্যার সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
পাঠকের মতামত